আমার এক ফ্রেন্ডের পিতা ইন্তেকাল করেছে।সে এই আমলটা করতে চাচ্ছে করেছেও।আমাকেও করতে বলেছিল। আমি পড়ে দিয়েছি সূরা ইয়াসিন করেকবার।আমি অনেক জায়গায় চেষ্টা করেছি আমলটি সঠিক কিনা জানার,কিন্তু পাইনি।অকে নাও বলতে পারিনি।অকেও বুঝিয়েছি,নিজেও সুন্নাহ সম্মত হলে যেন রব কবুল করেন এই নিয়ত করে সূরা ইয়াসিন কয়েকবার পাঠ করে দিয়েছি।এখন জানালে উত্তম হতো, আসলেই এমনটা করা ফযিলতপূর্ণ কিনা।ফযিলতপূর্ণ না হলে,আমি যে নিয়তে পড়ে দিয়েছি এতে আমার গুণাহ হয়েছে কিনা।