ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি ২৪ থেকে ৩০ রমজান পর্যন্ত যেই ইতিকাফ করতে চাচ্ছেন, সেটা নফল ইতিকাফ। নফল ইতিকাফ এক মুহূর্তের জন্যও করা যায়। নফল ইতিকাফের বিধান সন্নত ইতিকাফের মত নয়। সুন্নত ইতিকাফে যা করা যায় না, সেগুলো নফল ইতিকাফে করা যাবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)আপনি যেই রুমে ইতিকাফে বসবেন,সেই রুমের বেলকনি অজু করতে পারবেন।
(২)
সুন্নত ইতিকাফ অবস্থায় ঠান্ডা অর্জনের নিমিত্তে গোসল সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 95308 (৩)সুন্নত ইতিকাফে পরিবারের সদস্যরা কেউ রুমে আসলে, প্রশ্ন করলে,তাদের সাথে কথা বলা যাবে। সাহরিতে তারা কোন কারনে দেরিতে সজাগ হলে বা খাবার দিতে দেরি করলে,তাদেরকে ফোন দেওয়া যাবে।আর নফল ইতিকাফে তো করা যাবেই।
(৪) ইতেকাফ অবস্থায় দিনে হাল্কা ঘুমানোতে কোন সমস্যা হবে না। এবং ওই নির্দিষ্ট রুমে বিছানায় ঘুমানো যাবে।