আসসালামু আলাইকুম
>> একটি ছেলে (ছাকিব) প্রায় ১০ বছর আগে যখন কলেজে পরত তখনকার ঘটনা। তখন সে দ্বীনের পথে ছিল না। তখন তার মেয়ে সহপাঠী ছিল। একদিন তার এক মেয়ে সহপাঠী তার কাছে তার জীবনের একটি ঘটনা বলে যে মেয়েটির একটি ছেলের সাথে রিলেশন ছিল। কিন্তু সেই ছেলেটি মেয়েটিকে ধোকা দেয়। কিন্তু মেয়েটি ওই ছেলেটিকে ভুলতে পারে না। এমনবস্থায় মেয়েটি ছাকিব কে রিকুয়েষ্ট করে ছাকিব যেন কবিরাজ এর কাছে যায়, এবং এমন কোন তদবীর নিয়ে আসে যাতে মেয়েটি ছেলেটিকে ভুলে থাকতে পারে। পরে ছাকিব এক কবিরাজ এর কাছে যায় এবং ঘটনা খোলে বলে, এবং কবিরাজ এর কাছে এমন তদবীর চায় যেন মেয়ে ছেলেটিকে ভুলে থাকতে পারে এবং ছেলেটি উল্টো মেয়ের জন্য পাগল হয়ে যায়। পরে কবিরাজ ছাকিবের কাছ থেকে মেয়ে এবং ছেলের নাম, বাবা মায়ের নাম ঠিকানা আনুসাঙ্গিক জিনিস জিজ্ঞেস করে। কিছুক্ষণ পরে কবিরাজ ছেলেটির কাছে বাশের ছিলকার মত একটি জিনিস দেয় এবং তার মাথায় সুতার মত কিছু পেছানো ছিলো। এবং ছাকিব কে বলে এই জিনিসটি তিন রাস্তার মোড়ের মধ্যে পোতে দিতে। এবং ছাকিব কবিরাজ এর কথা মত রাত্রে এমন এক যায়গায় পোতে আসে। এখন ১০ বছর পর এসে ছাকিবের অনুশোচনা হচ্ছে। এখন সে দ্বীনের পথে থাকার চেষ্টা করে। ছাকিব ওই ছেলেটিকে চিনতোও না, এখন তার মেয়ে সহপাঠীর সাথে যোগাযোগ ও নেই। ছাকিব জানেও না এই তদবীর এর কোন প্রভাব ছেলে মেয়ের উপর পরেছে কিনা বা তাদের কোন ক্ক্ষতি হইছে কিনা। ছাকিব এখন বুঝতে পারছে এই কাজ টি করা ঠিক হয়নি।
১। এখন ছাকিব এর কি করণীয়?
>> আমি একটি সমস্যায় ভুগতেছি:
দিন কয়েক আগে, কোরা'আন পড়ার সময়, ফালাক শব্দ এর জায়গায় ভুল করে ওই শব্দ টি উচ্চারণ করে ফেলি। তার পরে অনেক পেরেশান লাগে। তারপর এক ভাইয়ের সাথে এই বিষয়ে এ কথা বলি, ভাই বলেছে, "তালা*, তো কি হইছে, কিছুই হয়নাই।" পরে আমি বললাম ভাই আমিও বুঝতেছি কিছুই হই নাই, কিন্তু আমার খালি এইসব চিন্তা আসে। পরে ভাই বলে কোর'আন পড়ার ক্ষেত্রে কিছু হয় না। পরে ভাই এর কাছ থেকে আসার পর আমার মনে হইছে, ভাই যখন আমাকে আমার প্রশ্নের জবাব দিল, তখন আবার আমি হ্যা বললাম কিনা বা মাথা নাড়লাম কিনা। এতে কি আবার কোন সমস্যা হল কিনা?
২। এগুলিতে কি কোন সমস্যা হয়, নাকি শুধুই ওসওয়াসা?
>>আমি প্রতি রাতে ঘুমানো সময় কিছু তসবিহ পড়ার চেষ্টা করি। কালকে রাত্রে যখন তসবিহ হাতে দূরুদ পরতে ছিলাম শুয়ে শুয়ে, এক পর্যায়ে প্রচন্ড ঘুম চলে আসে, তখন ঘুমের মধ্যে জিকির গুলি জড়িয়ে যাচ্ছিল। আমি একটু একটু বুঝতে ছিলাম দূরুদের শব্দ গুলির যায়গায়, "রশি, দড়ি" এইরকম কি কি যেন বলতেছিলাম মাঝে মাঝে। কিন্তু ওই রকম কোন শব্দ যেটা আমার মাথায় ঘুড়ে এইটা বলি নি নিশ্চিত। তার পরেও আজকে মনের মধ্যে আসতেছে, ঘুমের তালে আবার ওইরকম কিছু বলে ফেললাম কিনা?
৩। আমি এই সমস্যা থেকে কিভাবে পরিত্রান পাবো?
>> গতকাল আমার এক কলিগ আমাকে জিজ্ঞেস করতেছিল, আমার বিবিকে বাড়িতে রেখে আসছি কিনা। কারণ সে সন্তান সম্ভবা। পরে আমি বললাম বাড়িতে তো আর বসিয়ে খাওয়াবে না। মানে বুঝাইতে চাইছি বাড়িতে আরো কাজ বেশি। এই কথা বলার পর আবার পেরেশানি লাগতেছে, এই কথায় আবার কিছু হলো কিনা।
৪। এতে কি কোন সমস্যা নাকি শুধুই ওসওয়াসা। আমার এখন কি করনীয়?
>> আজকে অফিসে কাজ করার সময়, কলিগদের কাজের সিরিয়াল দিচ্ছিলাম, যখনই সংখ্যা জাতীয় কিছু বলতে যাই তখনই আমার মাথায় আজেবাজে চিন্তা আসে।
৫। আমি এখন কি করবো?