আসসলামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ ওস্তাদ। আমার এক আংকেলের প্রশ্ন:-
এক বছর যাবৎ আমার কোনো ইনকাম নাই। আমার জমানো এক লাখ টাকা আছে। আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে আমার শশুড় বাড়িতে রেখেছি ৬ মাস যাবৎ। এই ৬ মাসে যদি আমি তাদের ভরনপোষণ চালাতাম তাহলে আমার ১ লাখ টকার মতই খরচ হতো।যেহেতু ওরা অন্যের অধীনে আছে তাই টাকাগুলো জমানো অবস্থাতেই আছে।এখন আমাকে কি এই টাকার যাকাত দিতে হবে??