আসসালামু আলাইকুম। একদিন আমার যোহর এর সালাত দেরি হয়ে যায়। তাই ফরজ নামাজটুকু পড়ার নিয়্যাত করি,ওয়াক্ত শেষ হতে সময় ছিল ৭ মিনিট। আমি স্বলাত শুরু করি এবং আমার ৭ মিনিট শেষ হয়ে ১০ মিনিট লাগে স্বলাতে।অর্থাৎ ওয়াক্ত থাকতে স্বলাত শুরু করলেও স্বলাত শেষ হয় আসরের ওয়াক্ত ধরে ফেলে এখন আমার স্বলাত কি হয়েছে নাকি আবার কাযা আদায় করতে হবে?