বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি যে আ'মল দু'টির কথা বলেছেন।সেগুলো নিম্নরূপ-
(১) একবার কুদৃষ্টি থেকে চোখ ফিরানো ১০ হাজার তাহাজ্জুদ নামায থেকেও উত্তম।
এরকম কোন হাদীস সহীহ সনদে বর্ণিত নেই।
এটা থানভী রাহ কর্তৃক কুদৃষ্টির ক্ষতিকর প্রভাব বর্ণান করা হয়েছে।উনি আত্মশুদ্ধির অভিজ্ঞ একজন সিপাহসালার ছিলেন।তিনি অভিজ্ঞতার আলোকে বুঝেছিলেন, এক কুদৃষ্টি কতটা ভয়ানক হতে পারে।
তবে বিনা প্রয়োজনে মহিলার দিকে দৃষ্টি দেওয়া নাজায়েয ও হারাম।
কুরআনে কারীমে নির্দেশ এসেছে-
ﻭَﻗُﻞْ ﻟِﻠْﻤُﺆْﻣِﻨَﺎﺕِ ﻳَﻐْﻀُﻀْﻦَ ﻣِﻦْ ﺃَﺑْﺼَﺎﺭِﻫِﻦَّ ﻭَﻳَﺤْﻔَﻈْﻦَ ﻓُﺮُﻭﺟَﻬُﻦَّ ﻭَﻟَﺎ ﻳُﺒْﺪِﻳﻦَ ﺯِﻳﻨَﺘَﻬُﻦَّ ﺇِﻟَّﺎ ﻣَﺎ ﻇَﻬَﺮَ ﻣِﻨْﻬَﺎۖ ﻭَﻟْﻴَﻀْﺮِﺑْﻦَ ﺑِﺨُﻤُﺮِﻫِﻦَّ ﻋَﻠَﻰٰ ﺟُﻴُﻮﺑِﻬِﻦَّۖ [ ٢٤ :٣١
ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে {সূরা নূর-৩১}
(২)
দেড় মিনিটে ২৮০ কোটি নেকি লাভ করার আ'মল
নবী করীম ( সাঃ ) ফরমান , উচ্চারণ - আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু ইলাহাও ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদাও ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ । ( তারগীব)
যে ব্যক্তি এই কালিমা ১০ বার পাঠ করবে আল্লাহ তাকে ৪ কোটি নেকী দান করবেন , রমজানে ৭০ গুন তাই ৪০,০০,০০০০ X ৭০ = ২৮০ কোটি নেকি ।
এরকম কোনো হাদীস সহীহ সনদে বর্ণিত নেই।