আসসালামু আলাইকুম
ইতিকাফরত অবস্থায় ঘুম থেকে উঠার পর ইস্তেনজার জন্য ওয়াশরুমে যাই, যোহরের নামাজের জন্য অজু ও মেসওয়াক করে মাসজিদে ঢুকবো কিন্তু ভুলক্রমে মেসওয়াক মাসজিদে রেখে আসি তাই জানালা দিয়ে ইতেকাফরত আরেক ভাইকে বলে মেসওয়াক টি নেই,মেসওয়াক নিয়ে অজুখানায় যাবার সময় মাসজিদের জানালা দিয়ে ইতেকাফরত আরেক ভাইয়ের দিকে চোখ পড়ে তিনি সদ্য ঘুম থেকে উঠলেন, ভুলক্রমে ২-৩ সেকেন্ড দাঁড়িয়ে জানালা দিয়ে তাকে জিজ্ঞেস করে ফেলি, কি ভাই ঘুম হয়েছে তো আর সাথে সাথেই মনে পরে আমি ইতেকাফে আছি তাই উনার উত্তরের অপেক্ষা না করেই ইস্তেগফার করে অজুখানায় চলে যাই এবং অজু করে মাসজিদে চলে আসি।
সম্মানিত হুজুরের নিকট প্রশ্ন এই ঘঠনায় আমার ইতেকাফ ভেংগে যাবে কি না ? এমতাবস্থায় এখন আমার করনীয় কি ?