আসসালামু আলাইকুম, শায়েখ। আমি একজন অবিবাহিত মেয়ে। আমি মাঝে মাঝেই স্বপ্নে কিছু না কিছু খাই। আজকে শেষ রাতের দিকে স্বপ্নে দেখেছি যে আমি আমার আব্বুর সাথে কোথাও গিয়েছি এবং সেখানে আমি বিভিন্ন রকমের জুস খাচ্ছি। সেগুলোর মধ্যে সবুজ রঙের একধরনের জুস, যেটা মনে আমার মনে হলো যে পুদিনার পাতা দিয়ে তৈরি, সেটা খেতে খুব ভালো লাগায় কয়েক গ্লাস খেয়ে ফেলেছি। আর অন্যগুলো টেস্ট করে দেখেছি। আমি বলার পরেও লোকটা সবুজ জুস পুদিনা দিয়ে বানানো কিনা বলল না। আমি এই জুসটা খেয়ে অসম্ভব তৃপ্তি পেয়েছি। শায়েখ, আপনার কাছে আমার ২ টি প্রশ্ন রয়েছে, মেহেরবানী করে আমার প্রশ্নের উত্তর দিলে খুব উপকৃত হতাম। গতকাল রাতে আমি আমার ১টা হাজত পূরনের জন্য সালাতুল হাজত পড়েছিলাম এবং দরুদ শরীফ পড়ে দু'আ করে তারপর ঘুমিয়েছিলাম। তারপরই দেখেছি আমার আম্মু আমাকে সাবান দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন খুব যত্নের সাথে।
১। মাঝে মাঝে স্বপ্নে খাওয়া কী যাদুর লক্ষণ? যদিও আমি স্বেচ্ছায় খাই আর খাবারগুলো সবসময়ই সুস্বাদু ও আকর্ষণীয় হয়।
২। যদি যাদু সংক্রান্ত কিছু না হয় তাহলে দয়া করে আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিন।