আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারোকাতুহ,
প্রশ্ন ১:কাল সেহরির সময় শেষ ছিল ৪:৩১ এ,আমি ভুল করে বাবাকে বলি যে সময় শেষ ৪:৩৩ এ,পরে সঠিক সময় আমি জানলেও বাবাকে বলা হয়নি। এতে বাবা ৪:৩১ ঐর পর আর ৪:৩৩ এর আগে পানি খেয়ে নেন,এখন বাবার কি রোজা হয়েছে?না হলে তিনি কি আবার রোজা রাখবেন?তার রোজা আমি রাখলে হবে?
প্রশ্ন ২:তারাবির নামাজে আয়াতুল কুরসী,সূরাহ বাক্বারার শেষ ২ আয়াত,সূরাহ মুল্ক এর প্রথম ১০ আয়াত পাঠ করা যাবে?
প্রশ্ন ৩:শীতের মৌসুমে বা শীত প্রধান দেশে ফরজ গোসলে কতটুকু ছাড় দেয়া যাবে?এক্ষেত্রে গোসল না করে তায়াম্মুম ও অযু উভয়টি করে নামাজ পড়া যবে?