জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব।
হাদীস শরীফে এসেছেঃ-
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ
আবূ দারদা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামাতের দিন তোমাদেরকে, তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৯৪৮, সুনানে দারিমী, হাদীস নং-২৭৩৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৮২৭]
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
شِفَاء [شفي]
[শিফা'] শব্দের অর্থঃ-
আরোগ্য
সুস্থতা
চিকিৎসা
ইয়াশফিন নামের অর্থ হলো আরোগ্য হয়েছে বা হচ্ছে এমন।
(০২)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
فِیۡہِمَا عَیۡنٰنِ تَجۡرِیٰنِ ﴿ۚ۵۰﴾
উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রস্রবণ।
(সুরা আর রহমান ৫০)
★সুতরাং তাজরিয়ান শব্দের অর্থঃ- হলো দুই প্রস্রবণ। দুই ঝর্ণা।
(০৩)
أَبَاحَ (إِبَاحَة) [بو ح]
[আবাহা] শব্দের অর্থঃ-
প্রকাশ করা
ফাঁস করা
বৈধ করা
বৈধ ঘোষণা করা
অনুমতি দেওয়া।
সুতরাং আবিহা শব্দের অর্থ এর কাছাকাছি হবে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
শুধু আবিহা নাম রাখা যাবে।