আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। আমার বোন ব্যাংকে আইটি অফিসার হিসেবে চাকরী করে। এখন সে যদি আমাকে কিছু খাবার কিনে দেয়/ জামা/কানের দুল ইত্যাদি পরিধেয় দেয় সেটা গ্রহণ করা কি জায়েজ হবে? উল্লেখ্য, আমি স্টুডেন্ট এবং টিউশন থেকে মাসে ৩৫০০ টাকা পাই। আমার খরচ আব্বু-আম্মুই দেয়।
আর যদি সরাসরি নেয়া জায়েজ না হয়, সেক্ষেত্রে কি এমন করা যাবে সে আমাকে জামা দিলে আমিও তাকে একটা জামা দিলাম এবং তারটাকে আমারটা বিনিময় হিসেবে গ্রহণ করলাম? পণ্যের সাথে পণ্য বিনিময়ের মতো করে? সে জানলো না কিন্তু আমি যদি মনে মনে এভাবে ধরে নিই, তাহলে কি নেয়াটা আমার জন্য জায়েজ হবে?
খাদ্য-পানীয় এর ক্ষেত্রে কি করা যেতে পারে?
সরাসরি না করে দিলে আব্বা-আম্মা বিষয়টা নিতে পারবেন না। আমি কিভাবে এক্ষেত্রে নিজেকে বাঁচিয়ে চলতে পারি উস্তায??
ওর জন্য দুআ করতেছি যেন আল্লহ ওকে একটা হালাল পন্থার উপার্জন দান করেন। উস্তায আপনিও একটু দুআ করে দিয়েন।