আমি গতবছর হায়েজ থেকে পবিত্র হয়ে এতেকাফের নিয়তে বসেছিলাম। কিন্তু প্রথম দিন দিন ই বসার পর এশার পরে আমার আবার হায়েজ দেখা যায়।যেহেতু এখন এই এতেকাফ টা আদায় করা আমার উপর ওয়াজিব হয়ে গিয়েছে আমি চাচ্ছি এবছর আবার বসতে।কিন্তু এখন শেষ দশকে হায়েজের সম্ভাবনা আছে।হায়াতের তো বিশ্বাস নেই,তাই এবছর আদায় করে ফেলতে চাই,আমি এখন মেডিসিন খেয়ে যদি এই প্রক্রিয়া বন্ধ রেখে বসি তাহলে শরীয়াহ গত কোন নিষেধাজ্ঞা আছে?