আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
100 views
in সালাত(Prayer) by (1 point)
আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব মদিনা শহরে থাকি৷ এই রমযানে ওমরা করতে গিয়েছিলাম, সেইখানে দেখতে পেলাম ইমাম সাহেব মুক্তাদির পিছনে নামাজ পড়াচ্ছেন.  এরপরে মসজিদে নববীতে ইমাম সাহেবের অনেক সামনে কাতার করে নামাজ পড়ছে মুসল্লিরা। এই ব্যাপারে দলিল কি? কোরান সুন্নাহ মোতাবেক কিনা?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মসজিদে হারামে চারটি দিকের যেই দিকে ইমাম সাহেব দাড়াবেন, এই দিকে যদি কোনো মুসল্লি নামাযে দাড়ায়, এবং ইমাম সাহেব থেকে অগ্রগামী হয়ে কাবার বেশী নিকটবর্তী হয়ে যায়, তাহলে মুক্তাদির নামায ফাসিদ হয়ে যাবে। তবে যেই দিকে ইমাম দাড়িয়েছেন, কেউ যদি অন্য কোনো দিকে দাড়ায়, এবং তখন ইমাম সাহেবের চেয়ে কেউ যদি কাবার বেশী নিকটবর্তী হয়ে যায়, তাহলে তখন নামাযে কোনো সমস্যা হবে না।

الفتاوى الهندية (1/ 65):
"وإذا صلى الإمام في المسجد الحرام وتحلق الناس حول الكعبة وصلوا صلاة الإمام فمن كان منهم أقرب إلى الكعبة من الإمام جازت صلاته إذا لم يكن في جانب الإمام. كذا في الهداية".
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 254):
"أما إذا كان أقرب إليها من الإمام في الجهة التي يصلي إليها الإمام، بأن كان متقدماً على الإمام بحذائه فيكون ظهره إلى وجه الإمام، أو كان على يمين الإمام أو يساره متقدماً عليه من تلك الجهة ويكون ظهره إلى الصف الذي مع الإمام ووجهه إلى الكعبة، فلا يصح اقتداؤه لأنه إذا كان متقدماً عليه لايكون تابعاً له بدائع".فقط واللہ اعلم

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যাদেরকে দেখেছেন, তারা যদি কা'বার চতুর্পাশে নামায পড়ে(ইমাম সাহেবের দিকে নয়), তাহলে ইমামের চেয়েও অগ্রগামী হলে নামাযে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
ভাই প্রশ্ন অনুযায়ী উত্তর পেলাম না৷ 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...