ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!র
(১) আপনি আপনার দাদার জন্য নফল সাদাকাহ করবেন। এবং নিজে বেশী বেশী করে, ইস্তেগফার করবেন। সালাতুল হাজতের নামায পড়বেন।
(২) আপনি নওমুসলিমা বোন দু'জনকেই দিবেন। নওমুসলিমাদের প্রতি সহানুভূতিশীল হওয়া অত্যান্ত জরুরী।
(৩) যাদের গীবত করা হয়েছে।যদি এই গীবত তাদের নিকট পৌছে থাকে, তাহলে তো তাদের কাছেই ক্ষমা চাইতে হবে।কিন্তু যদি তাদের নিকট না পৌছে, তাহলে শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে। যাদের নিকট গীবতের সংবাদ পৌছেছে, তাদের কাছে যদি মাফ চাওয়া সম্ভব হয়, তাহলে তাদের কাছেই মাফ চাইতে হবে। যদি তাদের কাছে মাফ চাওয়া সম্ভব না হয়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে তাদের জন্য কিছু সদকাহ করে দিবেন।
(৪) মানুষ এবং জীন জাতি জান্নাতে যাবে। একত্রে থাকবে না কি পৃথক পৃথক থাকবে? তা অাল্লাহই ভালো জানেন।
(৫) জান্নাতে মানুষের আকৃতি মানুষের মতই হবে। জীনদের আকৃতি কেমন হবে, তা অাল্লাহই ভালো জানেন।