আসসালামু আলাইকুম,
আমার নানা মুখে মুখে নানীকে কিছু জমিন দিয়ে গত হয়েছেন কিন্তু কোন কাগজ পত্র নাই।নানী বার্ধক্য জনিত কারণে অসুস্থ হলে, তার পুত্র বধূ তাকে সেবা করতে না চাইলে, তাকে অর্থাৎ আমার ছোট মামীকে আমার নানী সেই জমি টি ৫০ টাকার স্প্যাম্প এ লিখে দিয়েছিলেন। তবে এই ঘটনা তার কোনো সন্তান সন্ততি জানতেন না।এমনিতে নানী তার বাবার বাড়ি থেকে যা পেয়েছেন, মাসিক সরকারি পেনশন সবই ছোট মামীকে দিয়েছেন অবশ্য তা নিয়ে কারোরই কোনো আক্ষেপ নেই। আরো জানিয়ে রাখা ভালো আমার ছোট মামা নানীর আগেই দুনিয়া ত্যাগ করেন।এখন নানী মারা যাওয়ার পর জমি ভাগ করার সময় দেখা যায় জমিটি নানার নামেই রয়েছে নানীর নামে না! তাছাড়াও নানার মৃত্যুর আগে অন্য জায়গা থেকে কিছু জমি তাদের বেশি দিতে বলে গিয়েছিলেন। আমার বড় মামা তাই ই করেছেন। তাছাড়াও ছোট মামার পরিবার আমার বড় মামা, বড় খালার মাধ্যমেই চলে। কিন্তু নানীর এই জমিটির ব্যাপারে কোনো সিদ্ধান্তে কেউই আসতে পারছে না।আমার প্রশ্ন হলো, যদি জমি টি সবাইকে শরিয়াহ অনুযায়ী বন্টন করে দেয়া হয় এবং আমার ছোট মামী মনোক্ষুণ্ন হন তবে কি আমার নানী-নানা র ক্ষতি হবে?