আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
230 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম উস্তাদ। আমি এবার ১০ দিনের সুন্নত ইতিকাফ করতে চাচ্ছি। কিন্তু আমার বাচ্চার বয়স ৪ বছর। বাসায় আমি, আমার স্বামী এবং বাচ্চাই থাকি, তাই বাচ্চাকে অন্যকেউ দেখাশোনা করার সুযোগ নেই। আমার ছেলে আলহামদুলিল্লাহ নিজের খাওয়া, গোসল এবং প্রস্রাব করে নিজে একাই পবিত্রতা অর্জন করতে পারে। কিন্তু ও পায়খানা থেকে নিজে একা পবিত্র হতে পারে না এবং খাবার বাড়তে পারে না কিন্তু বেড়ে দিলে একাই খেতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে

১. আমি কি আমার বাচ্চার সাথে কথা বলতে পারবো? যেহেতু ও ছোট তাই বেশিক্ষণ একা থাকতে পারে না। অনেক রকম প্রশ্ন করে।

২. আমার বাচ্চা কি আমার সাথে ঘুমাতে পারবে?

৩. আমি কি আমার বাচ্চার জন্য খাবার বেড়ে দেওয়া বা ওর জন্য খাবার আনতে রান্নাঘরে যেতে পারবো?

৪. বাবুকে কি পায়খানা, প্রস্রাব থেকে পবিত্র করতে বা গোসল করাতে পারবো? যদিও ও একাই কিছুটা করতে পারে কিন্তু মাঝেমাঝে আবদার করে তাই জানতে চাচ্ছি।

৫. ইতিকাফ অবস্থায় আমার স্বামী এবং আমি কি একই টয়লেট ব্যবহার করতে পারবো? উনি আমাকে দেখলে বা প্রয়োজনীয় কথা বললে কি ইতিকাফ ভেঙে যাবে?
৬. ইতিকাফ অবস্থায় কি মোবাইলে খোঁজ খবর নেওয়ার জন্য মা বা শ্বশুরবাড়ির কারো সাথে কথা বলা যাবে?

৭. স্বামীর অবর্তমানে বাসায় কেউ নক করলে কি কথার উত্তর দেওয়া যাবে বা দরজা খোলা যাবে যেহেতু আমার বাসায় আর কেউ নেই (গরীব মানুষরা সাহায্য চাইতে আসে বা পাশের বাসার মহিলারা আসেন)।

৮. স্বামী বাসায় আসলে কি দরজা খুলে দিতে পারবো?
৯. ইতিকাফ অবস্থায় কি কুর'আন শিখাতে পারবো কেউ যদি আমার কাছে এসে পড়ে?
by
১০. আমার অনলাইন ব্যবসা আছে আলহামদুলিল্লাহ। ইতিকাফ অবস্থায় কি শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে মোবাইল ব্যবহার করা যাবে? ব্যবসায়িক পোস্ট বা কাস্টোমারের সাথে কথা বলা যাবে?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وليس لها أن تعتكف في غير موضع صلاتها من بيتها وإن لم يكن فيه مسجد لا يجوز لها الاعتكاف فيه ولا تخرج من بيتها إذا اعتكف فيه قال - رحمه الله - (ولا يخرج منه إلا لحاجة شرعية كالجمعة أو طبيعية كالبول والغائط) لما روينا من الأثر عن عائشة - رضي الله عنها - ولما روي عنها أنها قالت «كان النبي - صلى الله عليه وسلم - لا يدخل البيت إلا لحاجة الإنسان إذا كان معتكفا» متفق عليه تريد البول والغائط هكذا فسره الزهري 
ঘরের মসজিদ ব্যতীত অন্যত্র এ'তেক্বাফ করা নারীদের জন্য জায়েয নয়।যদি ঘরে কোনো মসজিদ না থাকে তথা নামাযের জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকে।তাহলে উক্ত ঘরে এ'তেক্বাফ করা জায়েয  হবে না। যখন মহিলা কোনো কামরায় এ'তেকাফ শুরু করে দিবে তখন সে মহিলা আর ঐ কামরা থেকে বাহিরে যেতে পারবে না।তবে শরয়ী প্রয়োজনে যেমনঃ জুম্মার সালাত(এটা তখনকার বিধান যখন ফিৎনা ছিলনা), এবং প্রকৃতিগত প্রয়োজন যেমন প্রস্রাব পায়খানা ইত্যাদির জন্য ঐ কামরা থেকে বাহিরে যাওয়া যাবে।
যেমন হয়রত আয়েশা রাযি থেকে বর্ণিত রয়েছে- তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ এ'তেক্বাফ অবস্থায় জরুরী প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে ঘরে আসতেন না।জরুরী প্রয়োজন বলতে প্রস্রাব-পায়খানা উদ্দেশ্য। (তাবয়ীনুল হাক্বাঈক্ব-১/৩৫০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1322


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনি আপনার ইতিকাফ স্থলে বসে বাচ্চার সাথে কথা বলতে পারবেন।রুম থেকে বের হয়ে গেলে ইতিকাফ ফাসিদ হয়ে যাবে।

(২) ইতিকাফ রুমে বাচ্চা আপনার সাথে ঘুমাতে পারবে। তবে একে ছোট হলে যেহেতু সে প্রস্রাব পায়খানা করে দিতে পারে, তাই ইতিকাফ স্থলের আদব রক্ষা হবে না। কেননা ইতিকাফ স্থল মসজিদের মত।

(৩) বাচ্চার জন্য খাবার বেড়ে দেওয়া বা ওর জন্য খাবার আনতে রান্নাঘরে যেতে পারবেন না।

(৪) বাবুকে পায়খানা, প্রস্রাব থেকে পবিত্র করাতে হলে ইতিকাফ রুম থেকে বের হতে হবে। সুতরাং আপনি পারবেন না।

(৫) ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রী একই টয়লেট ব্যবহার করতে পারবে। তবে ইতিকাফ স্থলের বাহিরে কথা বলে ফেলে ইতিকাফ ফাসিদ হয়ে যাবে।

(৬) ইতিকাফ অবস্থায় মোবাইলে খোঁজ খবর নেওয়ার জন্য মা বা শ্বশুর বাড়ির কারো সাথে কথা বলা যাবে না। তবে ইতিকাফ স্থলে বসে বলে ফেললে ইতিকাফ ফাসিদ হবে না।হ্যা, মাকরুহ হবে।

(৭) স্বামীর অবর্তমানে বাসায় কেউ নক করলে কথার উত্তর দেওয়া যাবে না, বা দরজা খোলা যাবে না। দরজা খুলতে ইতিকাফ স্থলের বাহিরে গেলে ইতিকাফ ফাসিদ হয়ে যাবে।

(৮) স্বামী বাসায় আসলেও দরজা খুলে দেয়া যাবে না।

(৯)ইতিকাফ অবস্থায় ইতিকাফ স্থলে বসে কুর'আন শিখাতে পারবেন কেউ যদি আপনার কাছে এসে পড়ে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

–1 vote
1 answer 3,259 views
...