প্রশ্নে উল্লিখিত মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে একজনের কাছ থেকে টাকা ধার নেয়,,তার জীবদ্দশায় কিছু টাকা শোধও করে দিয়েছিল কিন্তু এখনো কিছুটাকা বাকি আছে,,এখন পাওনাদার চাচ্ছে যে একসাথে যেন টাকাটা তাকে দিয়ে দেওয়া হয়, অপরদিকে মৃত ব্যক্তির স্ত্রী চাচ্ছে যে অল্প অল্প করে শোধ করার জন্যে,, কিন্তু পাওনাদার সেটা মানছে না,, আবার মৃত ব্যক্তি যে পরিমাণ সম্পত্তি দুনিয়ায় রেখে গেছেন তা দিয়ে অনায়েসেই তা পরিশোধ করা যেত কিন্তু তার ওয়ারিসরা এখনো রাষ্ট্রীয় আইন অনুযায়ী বালেগ হয়নি তাই সম্পত্তি বিক্রি করে টাকা টা পরিশোধও করতে পারছেনা,,এমতাবস্থায় অন্য কেউ যদি মৃত ব্যক্তির টাকাটা পরিশোধ করে তবে যে টাকাটা দিবে সে সদকার নিয়তে যদি দেয় তাহলে কি তা জায়েজ হবে?নাকি দান এর নিয়তে দিতে হবে?
জাঝাকাল্লহু খইরন।
আসসালামু আলাইকুম।