আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
১. আমার এক নিকট আত্মীয়ের(মামা) বিয়েতে উপহার হিসেবে পাওয়া ৩ ভরির মতো স্বর্ণ আছে, সেটাতে স্ত্রীর হক। উনার কয়েকদিন আগে নিজের জমির আলু তোলা হয়েছে, সেগুলো কোল্ডস্টোরেজে রাখা আছে। পরবর্তী বছরে জমিতে লাগাবে + লাভ দিয়ে সংসার চলবে। আর অন্যের একটা গরু পালন করে, দুধ দুই পক্ষ ভাগ করে নেয়। যেহেতু উনার রেগুলার ইনকাম নেই, সন্তানদের নিয়ে চলতে সমস্যা, এমতাবস্থায় উনাকে যাকাত দেয়া যাবে কিনা?
২. আমার মায়ের ৪ ভরির মতো স্বর্ণ আছে আর ৫০ হাজারের মতো টাকা। এগুলোর উপর কি যাকাত আসে?