আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
গতবছর একজনের নভেম্বরে পিরিয়ড শুরু হয়। ডিসেম্বরে পিরিয়ড স্বাভাবিক হলেও পরের মাসে হয় নি। এর পরের ২মাস থেকে পিরিয়ড অনিয়মিত হচ্ছে। এই মাসের(মার্চ) ১২ তারিখ শুরু হয়ে ১৮তারিখ পবিত্র হয়েছিলেন। এখন আবার ২৫ তারিখ সাহরির সময় থেকে ব্লিডিং শুরু হয়েছে। *এটা কি ইস্তেহাযা না হায়েয?( সে হায়েয মনে করে আজকের রোযা রাখে নি।) তার ক্ষেত্রে এটা কি ইস্তিহাযা ধরা হবে? যেহেতু সে নতুন বালেগা হয়েছে আর পিরিয়ডের শুরুর প্রথম ৫/৬ মাস নাকি এরকম অনিয়মিত পিরিয়ড হওয়া স্বাভাবিক।
২।ইস্তিহাযা হলে তো রোযা রাখার কথা ছিল এখন কাফফারা দিতে হবে না শুধু কাযা আদায় করলে হবে?
বি:দ্র: রোযাটা না জেনে ভুলবশত ভাঙা হয়েছে।