আসসালামু আলাইকুম হযরত
১)আমরা খাবার খেলে (তরকারি খেলে) দেখা যায় যে জিহ্বার উপরে তা লেগে থাকে।কফ ফেললে দেখা যায় খাবারের কিছু অংশ কফের সাথে।অনেকবার কুলি করা হলেও এটি যেতে চায় না।সেহেরি খাওয়ার পরও তো এমন থেকে যায়।এতে কী রোজায় সমস্যা হবে?
২)কেউ যদি নাপাক খাবার খায়।তিনবার কুলি করলে তো মুখ পাক হয়ে যায়।কিন্তু ওই জিহ্বার গোড়ায় যে খাবার এর চিহ্ন কফের সাথে থাকে এটা যতক্ষণ থাকে ততক্ষণ কী মুখ নাপাক থাকবে?নাকি তিনবার কুলি করলেই পাক হয়ে যাবে?
৩)আমাদের বাসায় ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়।ওয়াশিং মেশিনে কাপড় দিলে প্রথমে পানি দেয়।এরপর যে চাকতি থাকে তা অনেকক্ষণ ঘুরে এরপর পানি ছেড়ে দিয়ে কাপড় নিংড়ায়।এভাবে ৩ বার হয়।এতে তো কাপড় পাক হওয়ার কথা।কিন্তু যখন পানি পড়ে তখন নাপাক কাপড়ে লাগা পানি ওই বালতির উপরের দিকে অংশে ছিটে যায়।পানি তো তার থেকে নিচে থাকে।যখন পানি ছেড়ে দিয়ে কাপড় নিংড়ায় তখন সেই বালতি জোরে ঘুরতে থাকার কারণে তো সেই উপরে লেগে থাকা নাপাক কাপড় থেকে ছিটা পানি নিচে চলেই আসে।এক্ষেত্রে কী কাপড় পাক হবে?সব ওয়াশিং মেশিনেই এমন পানি উপরে ছিটে এবং অনেক স্পিডে নিংড়ানোর ফলে সেই লেগে থাকা পানি নিচে কাপড়ে লেগে যায়।এভাবে বিবেচনা করলেও কি ওয়াশিং মেশিনে কাপড় পাক হবে?
৪)একটি কাপড়ে নাপাক ড্রেনের পানি লেগেছিল?তা হাত দিয়ে ডলে ধুলেও সাদা কাপড় হওয়ায় দাগ যায় নি।এরপর ওয়াশিং মেশিনে পাঁচবার নিংড়ানোসহ ধৌত করার পরেও দাগ যায়নি।ওই কাপড় কী পাক?