আমার বাবা আমার মেয়েকে জন্মের সময় স্বর্ণ গিফট করে। এখন আমার মেয়ের বয়স ২ বছর। স্বাভাবিক ভাবেই স্বর্ণ আমার মেয়ে এখন ব্যবহার করেনা। তবে এই স্বর্ণের মালিক আমার মেয়ে।
স্বর্ণ এখন আমার কাছে গচ্ছিত এবং এই স্বর্ণ সহ হিসাব করলে আমার কাছে ৭.৫ ভরির উপর স্বর্ণ আছে। তবে আমার মেয়ের অংশটুকু বাদ দিলে আমার কাছে ৭.৫ ভরির কম স্বর্ণ থাকে।
তাহলে আমি কি আমার মেয়ের স্বর্ণের অংশটুকু হিসাব করে আদায় করতে হবে?