আসসালামু আলাইকুম।
আমার স্বামী আমার সাথে রোজা অবস্থায় সহবাস করতে চাইলে আমি তাকে বাধা দিই। সে বলে একটা রোজা ভাঙলে কী হবে? কাফফারা দিয়ে দিবো। আমি বলেছি এভাবে ইচ্ছাকৃত করলে কাফফারা কবুল হবেনা। কিন্তু সে মানতে নারাজ। তারপর রাগের মাথায় বলেছে "আজকে আমি রোজাই রাখবোনা, রোজা রাখলে আমি মুসলমানই না।"
পরে তার কথার জন্য আমাকে সরি বলেছে। রাগকে অজুহাত দ্বার করাচ্ছে।রোজাও রাখবে। কিন্তু আমার অনেক অশান্তি লাগতেছে। আমি জানতে চাচ্ছি এরূপ বলার কারণে কী করতে হবে?