আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
হায়েজের ৭ দিন পর থেকে লালচে বা বাদামী স্রাব বন্ধ হয়ে যায়। প্রায় ১৭/১৮ ঘন্টা নো ডিসচার্জ। তারপর একেবারে হালকা ডিসচার্জ দেখা যায়। আবার বন্ধ... আরো ১৭/১৮ ঘন্টা পর হলুদ ডিসচার্জ। হায়েজ অবস্থায় নামাজ বা তিলাওয়াত করলে তো অসম্ভব গুনাহ। আবার পবিত্র অবস্থায় হায়েজ মনে করে ফরজ নামাজ মিস গেলে আরো বড় সমস্যা। এরকম কন্টিনিউ হলে নামাজ কবে থেকে পড়া যাবে?