আসসালামু আলাইকুম
আমার নামাজে ওয়াসওয়াসার কারণে অনেক সময় নামাজ ভেংগে আবার শুরু করি,কিন্তু সিজদাহ এর ক্ষেত্রে একটু ভিন্ন এমনি এমনিই শয়তান ওয়াসওয়াসা দেয়, দুই সিজদাহ করার পর তাশাহুদ পড়ার সময় সন্দেহ সৃষ্টি করে দেয়,এটা আমার প্রতিটা নামাজে হয়,প্রতিটা রাকাতে (সন্দেহ থেকে) অথচ আমি ৯৯.৯৯% সিওর মানে শতভাব সিওর যে আমি সিজদাহ করেছি দুইটিই। কারণ দুই সিজদাহ এর মধ্যে প্রথম সিজদাহ সুবহানা রব্বিইয়াল 'আলা তিনবার পড়ে আল্লহুম্মারযুকনি... এটা পড়ায়ামার মুখস্থ পুরো। মানে করবই। আর এটা করলে ২য় সিজদাহ ও দিয়েছি এটা শতভাগ সিওর থাকি।
১) এরকম টা যুহরে ফরজ নামাজে হয়েছে, কিন্তু প্রবল ধারণা আমি ২টা সিজদাহ ই দিয়েছি। এখন কি নামাজটি দোহরানো লাগবে?
২) আগামী নামাজ গুলোতেও এমন হলে কি সাহু সিজদাহ দেবো?৷ আর দিলে আরেকটা সিজদাহ দিয়ে যে দুইটা একদিকে সালাম ফিরিয়ে দুইটা সিজদাহ দেওয়ার লাগে এটা কি দুই দিকে সিজদাহ দেওয়ার পর করব? নাকি একদিকে সালাম ফিরিয়ে সাহু সিজদাহ দিলে নামাজ হবে না? আর আরেকটি ফরজ সিজদাহ কখন করিয়ে নেব?
৩)১ নম্বর প্রশ্নের উত্তর পেতে পেতে যদি নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়,আমি যে নামাজের জন্য বিলম্ব করলাম।দোহরানোর লাগলে প্রশ্নের উত্তর পেয়েই দোহরাব, তাহলে কি আমার গুনাহ হবে?
৪) নামাজে সূরা মিলিয়েছি কিনা সন্দেহ হলে(ওয়াসওয়াসা) আমি নামাজ শেষ করে মানে দুইদিকে সালাম ফিরিয়েই সাহু সিজদাহ দিয়ে দিয়ে নামাজ হয়ে যাবে কি?