বর্তমানে এক জায়গায় চাকরি করতেছি। আজকে নতুন জায়গায় চাকরির জন্যে ভাইবা দিতে আসছি। ভাইবার পর স্ত্রী ফোন দিলে আমি বলি ভাইবা ভালো হইছে চাকরি হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমার স্ত্রী, নতুন জায়গায় চাকরি করি এইটা চায় না। আগের জায়গা ই তার পছন্দ। পরে সে তার অপছন্দের কথা বলতে থাকে, যে নতুন জায়গা ভালো নাও হতে পারে। এবং বলে বর্তমানে যে জায়গায় চাকরি করতেছি এইটাই ভালো। এইখানে চাকরি করতেছি দেখেই সে আমার সাথে আছে।
পরে এরকম আরো অনেক কথা বলে আমি চুপ ছিলাম। পরে আমি বললাম, "আচ্ছা, এইখানে চাকরি করেতেছি দেখেই তুমি আমার সাথে আছো" এইকথা কেনো বললা?
পরে সে বলে আমি ওইরকম কিছু ভেবে বলে নি। এরকম বুঝাইতে থাকে।
এতে কি বৈবাহিক সম্পর্ক এর কোন ক্ষতি হইছে? বা নতুন কোম্পানি তে চাকরি করলে কিছু হবে?
**আমার স্ত্রীকে অধিকার দেওয়া হয়নি।
[বি দ্র: এইখানে "আচ্ছা" শব্দটি তার দৃষ্টি আকর্শনের জন্য বলছি] এখন আমার আচ্ছা বলাতে কোন সমস্যা হবে কিনা?