ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ঐ ব্যক্তি যে বিদ'আত ও শিরকি কর্মকান্ডে লিপ্ত যদি সে গরীব মিসকিন হয়, তাহলে তাকে যাকাত দিয়ে দিলে যদিও যাকাত আদায় হয়ে যাবে, তথাপি এমন ব্যক্তিকে যাকাত না দেয়াই উচিৎ।আরো জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/3719
তবে মারাত্বক পর্যায়ের এমন আকিদা যা মুসলমান থেকে তাকে খারিজ করে ফেলে, এমন হলে তখন তাকে যাকাত দেয়া যাবে না।
(২)
বকেয়া মহর যেই দিন উসূল হবে, উসূল হওয়ার পরই আপনার উপর যাকাত ফরয হবে।এর আগে আপনাকে ঐ মালের যাকাত দিতে হবে না।
(৩) মোবাইল,ল্যাপটপ এগুলোর যাকাত আসে না। যাকাত শুধুমাত্র ক্রমবর্ধমান মালের উপরই আসে। তথা স্বর্ণ,রূপা,নগদ টাকা,ব্যবসার মালের উপর যাকাত আসে।
(৪) অন্য জনের টাকার যাকাত আপনাকে দিতে হবে না।