আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
আমি আজকে স্বপ্নে দেখেছি,, মুখ ক্ষত অবস্থা, মুখে বেশি ক্ষত, যেন রক্ত লেগে আছে এইরকমই হয়তো। শুয়ে আছেন উনি। উনাকে এইরকম দেখে আমার চেহারাও কাঁদো কাঁদো হয়ে আছে। আমি স্বপ্নে বলতেছি , উনি বিশ্ব নবী (সঃ)। তারপর স্বপ্নেই আমি বলতেছি,,, আমি আরেকবারও উনাকে স্বপ্নে দেখছি কিন্তু চেহারা স্পষ্ট দেখিনি সবসময় উনার চেহারা আমি স্পষ্ট দেখতে পারিনা এটা বলার পরই এক ঝলকের জন্য উনার চেহারা দেখতে পাই। এই এক ঝলক দেখার মধ্যে কোনো ক্ষতের চিহ্ন ছিলনা। কিন্তু পুরু চেহারা দেখছি কিনা খেয়াল নেই। তবে আমি সুন্দর কিছু দেখছি। আমার মনে হচ্ছিল উনি অনেক সুন্দর। তারপর আবার আগের মতন উনার চোখে মুখে ক্ষতের চিহ্ন। মনে হচ্ছিল উনি আমাকে কিছু বলবে। বলছিলো, সম্ভবত উমর রাঃ এর ব্যপারে কিন্তু আমার মনে নেই কি বলছিলো।কে যেন মুচকি হাসি দিলো আমাকে দেখে সম্ভবত মনে করতে পারতেছিনা। আমি নিজেই স্বপ্নে বলতেছি আমাকে সত্যবাদি ও আমার আখলাক আরো সুন্দর করতে হবে। তারপর কেউ বললো উমর রাঃ কে দেখবে? নাকি আমি নিজেই বলছি খেয়াল নেই। আবার কে যেনো বললো,, উনার (উমর রাঃ) হাড়গুলো আছে (কংকাল বুঝায়ছে) আমি বলছি দেখার দরকার নেই আমি ভয় পাবো। তারপর সাদা জুব্বা পড়া কেউ শুয়ে আছে একটু দেখালাম। চেহারা দেখিনি।আমার মনে হচ্ছিল এটা উমর রাঃ। তারপর আরো কি কি দেখলাম মনে নেই। স্বপ্নটা দেখার পর আমার ঘুম ভেঙ্গে যায়। কিছুক্ষণ পর মোবাইলে দেখি ১:৪৭ বাজে।
স্বপ্নটার ব্যাখ্যা কি?
তাদেরকে কি আমি সত্যিই দেখছি?
আর উনার মুখ ক্ষত কেন? উনি শুয়া অবস্থায়.. এগুলো দ্বারা কি বুঝায়ছে??? আমার আমলে ঘাটতি আছে?