১/ আমি যতটুক মনে পড়ছে তা লিখছি যেহেতু আমি ইচ্ছাকৃত করছি নাকি অনিচ্ছাকৃত তা বুঝতেছিনা, আমার মানসিক অবস্থা অতটা শক্ত না যে আমি বিচারশক্তিসম্পন্ন মানুষ কিনা আই জানিনা। আমি জানিনা প্রশ্নটা করে আমি আপনাদের বিরক্ত করতেসি কিনা!!আমি কাজে বাইরে গেছিলাম।সবসময় মাথায় কিছুনা কিছু চলে। রাস্তায় হাটার সময় হয়ত গরমে ঘেমে গেছিলাম।হঠাত আমার মুখের ভিতর নোনতা স্বাদ পেলাম যদিও আমার ঠোট অফ ছিল।আমার মাথায় সবসময় অনাকাঙ্ক্ষিত চিন্তা ঘুরপাক আর কিসব চলতেসিল।নোনতা স্বাদে বুঝলাম এগুলা হয়ত ঘাম যা নেকাব থাকায় ঠোটের উপরের ঘাম হয়ত মুখে ঢুকে গেছে।।যদিও আমার ঠোট অফ ছিল, মনে হয় তখন হা ও করিনি যে ঘাম ঢুকবে।তাও কেন জানি নোনতা স্বাদ পেলাম।।তখন হয়ত কাল্পনিক চিন্তাভাবনা-ঘোরের মধ্য চলে গেলাম আর ভাবতেসিলাম "ওহ! নোনা স্বাদ,ঘাম মনে হয়,গিলে ফেলি,,"" মনে মনে জানা ছিল আমি রোজাদার কিন্তু আবার মনে হল মুখের ভিতর এই ঘাম খেলে হয়ত রোজা ভাংবেনা,, হাটতে হাটতে ওসব চিন্তা করতে করতে আমি গিলে ফেলি যেমন কি ক্ষুধার্ত খাবার পেলে করে,আমি কি করতেসি এর পরিনাম কি তখন চিন্তা করিনি, সেকেন্ডের মধ্য গিলে ফেলতে ফেলতে হঠাত পরক্ষনে মনে হল ইচ্ছাকৃত ঘাম খেলে ত রোজা যদি ভেংগে যায়,এটা ভেবে থামার আগেই হয়ত নোনা স্বাদের থুথু গিলে ফেলছি।আমি কি করতেসি এর পরিনাম কি হবে এসব না ভেবেই গিলে ফেললাম!।খারাপ লাগা শুরু হল কেন আরো চিন্তা ভাবনা না করে গিললাম।এখন আমার রোজা নষ্ট হয়ছে এবং কাফফারা বা আমার করনীয় কি?
২/আমার এখন থেকেই এই সমস্যা, কাফফারা যদি দিতে হয় তাহলে ৬০টি রোজা টানা রাখা আমার জন্য হয়ত কষ্টসাধ্য,,আমার মানসিক অবস্থা হয়ত বেশি খারাপ।যুদ্ধ করতে করতে মানসিকভাবে দুর্বল হয়ত।এরপর যদি এই কাফফারা আদায় করার সময় মাঝখানে যদি আবার রোজা নষ্ট হয় করনিয় কি?