আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
96 views
in সাওম (Fasting) by (21 points)
১/ আমি যতটুক মনে পড়ছে তা লিখছি যেহেতু আমি ইচ্ছাকৃত করছি নাকি অনিচ্ছাকৃত তা বুঝতেছিনা, আমার মানসিক অবস্থা অতটা শক্ত না যে আমি বিচারশক্তিসম্পন্ন মানুষ কিনা আই জানিনা। আমি জানিনা প্রশ্নটা করে আমি আপনাদের বিরক্ত করতেসি কিনা!!আমি কাজে বাইরে গেছিলাম।সবসময় মাথায় কিছুনা কিছু চলে। রাস্তায় হাটার সময় হয়ত গরমে ঘেমে গেছিলাম।হঠাত আমার মুখের ভিতর নোনতা স্বাদ পেলাম যদিও আমার ঠোট অফ ছিল।আমার মাথায় সবসময় অনাকাঙ্ক্ষিত চিন্তা ঘুরপাক আর কিসব চলতেসিল।নোনতা স্বাদে বুঝলাম এগুলা হয়ত ঘাম যা নেকাব থাকায় ঠোটের উপরের ঘাম হয়ত মুখে ঢুকে গেছে।।যদিও আমার ঠোট অফ ছিল, মনে হয় তখন হা ও করিনি যে ঘাম ঢুকবে।তাও কেন জানি নোনতা স্বাদ পেলাম।।তখন হয়ত কাল্পনিক চিন্তাভাবনা-ঘোরের মধ্য চলে গেলাম আর ভাবতেসিলাম "ওহ! নোনা স্বাদ,ঘাম মনে হয়,গিলে ফেলি,,"" মনে মনে জানা ছিল আমি রোজাদার কিন্তু  আবার মনে হল মুখের ভিতর এই ঘাম খেলে হয়ত রোজা ভাংবেনা,, হাটতে হাটতে ওসব চিন্তা করতে করতে আমি গিলে ফেলি যেমন কি ক্ষুধার্ত খাবার পেলে করে,আমি কি করতেসি এর পরিনাম কি তখন চিন্তা করিনি, সেকেন্ডের মধ্য গিলে ফেলতে ফেলতে হঠাত পরক্ষনে মনে হল ইচ্ছাকৃত ঘাম খেলে ত রোজা যদি ভেংগে যায়,এটা ভেবে থামার আগেই হয়ত নোনা স্বাদের থুথু গিলে ফেলছি।আমি কি করতেসি এর পরিনাম কি হবে এসব না ভেবেই গিলে ফেললাম!।খারাপ লাগা শুরু হল কেন আরো চিন্তা ভাবনা না করে গিললাম।এখন আমার রোজা নষ্ট হয়ছে এবং কাফফারা বা আমার করনীয় কি?
২/আমার এখন থেকেই এই সমস্যা, কাফফারা যদি দিতে হয় তাহলে ৬০টি রোজা টানা রাখা আমার জন্য হয়ত কষ্টসাধ্য,,আমার মানসিক অবস্থা হয়ত বেশি খারাপ।যুদ্ধ করতে করতে মানসিকভাবে দুর্বল হয়ত।এরপর যদি এই কাফফারা আদায় করার সময় মাঝখানে যদি আবার রোজা নষ্ট হয় করনিয় কি?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
‘আত্বা (রহঃ) হতে বর্ণিত।

«٢٠١٨ - وَعَنْ عَطَاءٍ قَالَ: إِنْ تَمَضْمَضَ ثُمَّ أَفْرَغَ مَا فِي فِيهِ مِنَ الْمَاءِ لَا يَضِيرُ أَنْ يَزْدَرِدَ رِيقَهُ، وَمَا بَقِيَ فِي فِيهِ، وَلَا يَمْضُغُ الْعِلْكَ فَإِنِ ازْدَرَدَ رِيقَ الْعِلْكَ لَا أَقُولُ إِنَّهُ يُفْطِرُ وَلَكِنْ يُنْهَى عَنْهُ،» - «مرقاة المفاتيح شرح مشكاة المصابيح» (4/ 1399)

তিনি বলেন, সায়িম (রোযাদার) ব্যক্তি কুলি করে মুখ থেকে পানি ফেলে দেয় আর তার মুখের থুথু বা পানির অবশিষ্টাংশ যা থেকে যায় তাতে সওমের কোন ক্ষতি হবে না। আর কোন ব্যক্তি যেন চুইংগাম না চিবায়। যদি চিবানোর কারণে তার রস গিলে ফেলে, তাহলে তার ক্ষেত্রে আমি বলিনি যে, সে সওম ভঙ্গ করল, বরং তা থেকে নিষেধ করা হয়েছে। (বুখারী- তরজমাতুল বাব)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরন মতে আপনার রোযা ভেঙ্গে যায়নি।

বিস্তারিত জানুনঃ- https://www.ifatwa.info/93373/

(০২)
আপনাকে কাজা কাফফারা কোনোটিই আদায় করতে হবেনা।
আপনার উপর রোযা ভেঙ্গে যায়নি।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...