আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
আমি একটি প্রতিষ্ঠানে চাকুরি করি।সেখানে শোরুম সেলসম্যানদের জন্য দিনে ১টি হলেও একটি নির্দিষ্ট পন্য সেল করা বাধ্যতামূলক করা হয়েছে (যদিও শপে আরো বিভিন্ন পন্য প্রতিদিন বিক্রি হয়)। নির্দিষ্ট ওই পন্য বিক্রয় করতে না পারলে জরিমানা করার নিয়ম ঘোষনা করেছে।
আমি জানতে চাচ্ছি, নির্দিষ্ট ওই পণ্য বিক্রি করতেই হবে,নয়ত সেলসম্যানদের জরিমানা করার বিষয় টি কতটুকু শরীয়াহসম্মত।
নোট: তাদের ভাষ্যমতে তারা সেলসম্যানদের প্রেসারের মাধ্যমে সেল আদায় হবে মনে করে।