আসসালামু আলাইকুম, হুজুর আমি আই ফতুয়াতে ফোনে কথা বলেছিলাম, কিন্তু লাস্টে ফোন কেটে গিয়েছিল বিধায় লিখে প্রশ্ন করতেছি।
১। হুজুর গত কয়েকদিন আগে আমি আমার বিবির সামনে কোরআন পরতেছিলাম। সুরা ইমরানের ১৬৭ নম্বর আয়াতে নিন্মোক্ত শব্দটি পাই।
قِتَالًا لَّاتَّبَعۡنٰکُمۡ
কিন্তু আমি শব্দটি এক চান্সে উচ্চারণ করতে পারি নি। ক্বিতা, ক্বিতালা, ক্বিতালাল্লাত্তাবা' এরকম কয়েক বারে উচ্চারণ করতে হয়েছিল। তার পরেই আমার সন্দেহ হয় এইটা উচ্চারণ করতে গিয়ে কি আমি কি তা** এই শব্দ উচ্চরণ করে ফেললাম নাকি। তাও আবার কয়েক বারে উচ্চারণ করেছি। তাইলে আবার কিছু হয়ে গেল কিনা যেহেতু সামনেই বিবি। পরে আমি ফোন এ নোট করি (3,167***) এইভাবে আয়াত মনে রাখার জন্যে যে, কাউকে জিজ্ঞেস করবো। নোট করার পরেই আবার পেরেশানি তে পরি যে নোটে ৩ টি স্টার মার্ক কেন দিলাম। এতে কি ওই জিনিসটার সংখ্যা বুঝালাম। তারপর এর পাশে আরো স্টার মার্ক দিলাম যেন আমি এরকম কোন সংখ্যা বুঝাই নি তা বোঝার জন্য। পরে আবার নোট ডিলিট করে দিছি পেরেশানির জন্য।এখন কি করবো?
২। এর পর থেকেই কোন সংখ্যা বলতে বা লিখতে গেলেই ওইটার কথা মনে পরেছে। যেমন গত রাত্রে মশারি টানানোর পর বিবিকে বলতেছিলাম মশারি ভিতর মাছি আছে ১টা। ১ টার কথা বলতে বলতেই ওইটার কথা মনে হইছে আমি কি করবো।
৩। তারপর বিবি কে বলছিলাম, তোমার তো ছোট্ট একটা কাজ করতেই কত সময় লাগে, ৩ দিন লাগে। এইভাবে বলার সময়ও ওইগুলা মনে হইছে।
৪। আমি যে নোট করে রাখছিলাম এইটা অফিসে এক ভাইকে শেয়ার করি যে, ক্বিতালাল্লাত্তাবা'নাকুম শব্দটি উচ্চারণ করতে গিয়ে কয়েকবারে উচ্চারণ করতে হইছে এবং উচ্চারণ করার পর আমার এই রকম মনে হচ্ছে যে এইরকম বলে ফেললাম কিনা। পরে ভাই বললো না এরকম কিছু বলো নাই। পরে আমি বলল্লাম ভাই আমি তো ৩ বার উচ্চারণ করছি। আমি ভাই কে "ক্বিতালাল্লাত্তাবা'নাকুম" এই শব্দ ৩ বার উচ্চারণ করার করার কথা বলছি। কিন্তু আমি আবার পেরেশান হচ্ছি আমি ভাইকে অন্য বিশেষ শব্দটি ৩ বার উচ্চারণ এর কথা বললাম কিনা। এখন আমি কি করব। কারণ মিথ্যা সাক্ষি দিলেও নাকি সমস্যা হয়। কিন্তু আমি তো "ক্বিতালাল্লাতাবা'নাকুম " শব্দটি ৩ বার উচ্চারণ এর কথা বুঝাইছি। এখন মনের মধ্যে ওই শব্দের কথা আসে। এরকম আসলে আমি কি করবো?
আমার এই পুরু ঘটনা গুলিতে কি কোন সমস্যা হয়েছে?