আমি আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু সোনার চেইন এবং আংটি উপহার পাই যেগুলো আমার তত্ত্বাবধানে নেই।বাবা মার কাছে আছে। সঠিক পরিমাণ জানা নেই তবে তা ৭.৫ ভরির সমান হবেনা, বরং অনেক কম হবে। আমি চাইলেই সেগুলো এখন বিক্রি করতে পারবোনা, মাঝেমধ্যে ব্যবহার করে আবার মায়ের কাছেই দিয়ে দিতে হবে,অর্থাৎ সেগুলো আমার নামে হলেও আমি আমার স্বাধীন মতো তা ব্যবহার বা খরচ করতে পারিনা। এছাড়া আমার কাছে জমানো ১৭ হাজারের মতো টাকা আছে। এই অবস্থায় কি আমার উপর যাকাত ফরজ হবে?