আসসালামু আলাইকুম,
আমার পিরিয়ড শেষ ডেট নিয়ে কনফিউশানে ভুগছি।
গত মাসে ডেট ফেব্রুয়ারী ৭ এর আগে পিছে ছিলো। আমার পিরিয়ড ডেট টু ডেটের কয়েকদিন আগে পিছে হয়।
আমার ১১ তারিখ হালকা লাল ঘোলা স্রাব দেখা দেয়। যার কারনে আমি প্রথম রোজার দিন থেকে পিরিয়ড ধরে রোজা রাখিনি। কারণ আমার পিরিয়ডের প্রথম ১.৫ দিন ভালো করে রক্ত না এসে ঘোলা স্রাব আসে।
কিন্তু এইবার আমার পিরিয়ড ওই একবার দেখা দেওয়ার তারপর ১দিন একটু (এক ফোটাও হবে না)লাল স্রাব হওয়ার পর আবার ১.৫ দিন হালকা সাদা স্রাব দেখেছি।
তারপর সন্দেহ হওয়ায় টিস্যু দিয়ে চেক করেছি পরের দিন। টিস্যু হালকা লাল ভেজা দেখেছি তাই পিরিয়ড হয়েছে ধরে নিয়েছি।
কিন্তু এর পর থেকে আজ আট দিন,,একদমই রক্ত আসে নি, প্রতিদিন এক দুই ফোঁটা করে লাল রক্তের মতো ঘোলা ঘন স্রাব আসছে।
এখন আমার প্রশ্ন -
সাদা স্রাব দেখছি না এখনো। আমার পরিয়ড কোনদিন থেকে ধরবো? আমার পিরিয়ড অভ্যাস ৬.৫দিন।
৭ তারিখে পর ২দিনের পর থেকে পরিয়ড ধরবো? নাকি ৭ তারিখের দিন থেকেই ধরবো পিরিয়ড?
আমার প্রথম দিন স্রাব আসার পর ১দিন পর যে সাদা স্রাব আসছিলো, সাদা স্রাব আসার আগের দিন গুলো কি তাহলে পিরিয়ড ছিলো না?
পিরিয়ড দিন ভেবে ভুল করে,যতদিন মিস হয়েছে ততদিনের রোযা কাফফারা নাকি কাযা আদায় করবো?
লাল স্রাব থাকার পরও আমি কাল থেকে নামাজ ও রোজা রেখে দিব?