আসসালামু আলাইকুম
আমার গত বার হায়েজ হয়েছিলো শাবানের ১৩ তারিখ দিবাগত রাতে ( মাগরিব এর অযু করতে গিয়ে দেখেছি ,তার আগেই রক্ত এসেছে কি না সেটা জানি না )আমার জানামতে তাহলে হায়েজ শুরু হয়েছিলো শাবানের ১৪ তারিখ রাতে । শুরুর দিনটা মনে থাকলেও শেষের দিনটা মনে করতে পারছি না ।
এবার আবার হায়েজ(ব্লিডিং শুরু হয়েছে, হায়েজ কি না জানি না) হয়েছে রমজানের ৬ তারিখ দিবাগত রাতে অর্থাৎ ৭ রমজান এশারের সময় ।
তবে আমার মনে আছে ১৪ তারিখ হায়েজ শুরুর পর আমি ২০ তারিখে ফরজ গোসল যোহর /আছরের সময় দিয়েছিলাম। কিন্তু গতবার ফরজ গোসল ২ বার দিয়েছিলাম । ১ম বার গোসল দিয়ে যোহর /আসর ,মাগরিব আদায় করার পর আবার এশারের সময় কালচে ধূসর রংয়ের স্রাব দেখতে পেয়েছিলাম ; ফজরেও ছিলো তাই আর ফজর পড়ি নি ; যোহরে/ আসরে ২য় বার আবার ফরজ গোসল দিয়ে নামাজ পড়া শুরু করেছি ।
এখন ২০ তারিখের গোসল টা ১ম বারের গোসল নাকি ২য় বারের টা ছিলো এটা স্পষ্ট মনে নাই ।
২০ই শাবান যোহর থেকে পবিত্র দিন ধরলে ৬ই রমজান দুপুরে আমার ১৫ তম দিন পূরন হয় । কিন্তু ২১ তারিখ থেকে ধরলে ৭ রমজান দুপুরে ১৫ তম দিন পূরন হয় ।
এখন আমার প্রশ্ন হলো
১) ৭ রমজান এশার পর থেকে যে ব্লিডিং শুরু হয়েছে সেটাকে হায়েজ ধরবো নাকি ইস্তেহাযা ? উল্লেখ্য আমার হায়েজ ৬ষ্ঠ/৭ম/৮ম দিনে ভালো হয় নির্দিষ্ট কোনো অভ্যাস নেই ।
২) গতবার মাগরিব আযানের কিছু পরে (১০ মিনিট হতে পারে )অযু করতে গিয়ে দেখি হায়েজ হয়েছে। সেই দিনের মাগরিব নামায কি কাযা করবো?