আসসালামু আলাইকুম শাইখ,
কেমন আছেন ? আমার বাবা মারা গেছেন ২০২১ সালের ২৯শে মার্চ তারিখে | বাবা জীবিত থাকা অবস্থায় বারিধারা ডি ও এইচ এস এ চারতলার কাজ শুরু করেছিলেন | বাবার মৃত্যুর এক বছর পর চারতলা ২ ইউনিট এর কাজ শেষ হয় | এখন এক ইউনিট এ আমার বোন দুলাভাই সহ থাকেন | আমি, আমার স্ত্রী এবং আমার মা ২ তলায় থাকি, বাকি নিচ তলা, তিন তলা এবং চার তালার এক ইউনিট ভাড়া দেয়া রয়েছে | বাসা ভাড়া তোলা এবং আর্থিক ব্যাবস্থাপনা সব আমার মা একাই করে থাকেন | আমার মা আমার বাবার মাসিক পেনশন পেয়ে থাকেন |
আমার বাবা জীবিত অবস্থায় আমার মা কে একটি ফ্ল্যাট হেবা করে যান এবং তার মৃত্যুর পর সম্পদ যেন কুরআন সুন্নাহ এবং শরিয়াহ অনুযায়ী বন্টন করা হয় সেই ব্যাপারে আমাকে সতর্ক ও ওসিয়ত করে যান | বাবা জীবিত অবস্থায় শারীরিক অসুখের কারণে অনেক সময় আমার মা সম্পদ ব্যবস্থাপনা ও আর্থিক লেনদেন দেখাশোনা করতেন এবং এখনো উনার কাছেই সব টাকা পয়সা থাকে | আমার ও আমার স্ত্রী এবং বাচ্চার ভরণপোষণের টাকা আমার মা আলমারি তে রাখেন, শেখান থেকে নিয়ে আমি খরচ করি, কিন্তু আমার বোন সেই আর্থিক সুবিধা পান না ! বাবার মৃত্যুর পর গত কয়েক বছর যাবৎ আমার মা কে বেশ কয়েকবার উত্তরাধিকার সম্পদ বন্টনের কথা বললেও নসিহত করলেও তিনি সেই ব্যাপারে শিথিলতা প্রদর্শন করেন |
এখন আমি চাচ্ছি, শরিয়া সম্মতভাবে আমাদের মধ্যে উত্তরাধিকার সম্পদ বণ্টন করতে, আমাদের একটা গাড়ি ও রয়েছে | এক্ষেত্রে, নগদ টাকা, শেয়ার, বাড়ি ভাড়া সবকিছুই কি হিসাবে আসবে? সাংসারিক বিভিন্ন খরচ আমি এবং আমার মা বাড়ি ভাড়ার জমানো টাকা এবং সঞ্চিত নগদ অর্থ থেকে করেছি ! এক্ষেত্রে আমার বোন যেহেতু দুলাভাই এর সাথে থাকেন, তার ভরণ পোষণ হাত খরচ দুলাভাই দিয়েছেন | তিনি আমাদের মতো এই আর্থিক সুবিধা পাননি | এখন কি আব্বা মারা যাবার পর থেকে এই ৩ বছর, বাবার রেখে যাওয়া অবশিষ্ট সম্পদ থেকে আমরা যা খরচ করেছি সেটা যোগ করে উত্তরাধিকার সম্পদ ওয়ারিশদের মধ্যে ভাগ করতে হবে ? নাকি সেটা সাংসারিক খরচ হিসেবে বাদ যাবে ? আমার বোন কে হিসাব করে কি অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে ? এখন শরিয়া অনুযায়ী সম্পদ বন্টনে যদি আমার মা অথবা বোন আগ্রহী না থাকেন অথবা যদি সময়ক্ষেপণ করতে থাকেন সেক্ষেত্রে আমার করণীয় কি ? আমার কি গুনাহ হবে ?