আসসালামু আলাইকুম হুজুর,
আমি সৌদিতে থাকি কয়েক বছর যাবৎ আমার ছেলে মেয়ে নিয়ে আমার স্বামীর কাছে। এখানে আমার যে গহনা আছে তার যাকাত আমি বাংলাদেশের গোল্ডের রেট হিসেব করে সবসময় দেশে পাঠায় টাকা... অর্থাৎ সৌদি আরবের গোল্ড রেট হিসেব করি না... এটা কি ঠিক হচ্ছে???
(১) আমি কোন জায়গার গোল্ড রেট হিসেব করে বাংলাদেশে যাকাতের টাকা পাঠাবো??
আরেকটা প্রশ্ন হচ্ছে,
(২) ওজুর পর যদি ছোট শিশু অর্থাৎ ২-৩ বছর বাচ্চার সামনে কাপড় চেঞ্জ করা হয় বা হাটুর উপরে কাপর উঠে তাহলে কি ওজু ভেংগে যাবে??