আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
১.যাকাত দেওয়ার জন্য তো টাকার হিসাব করতে হয় অর্থাৎ জমানো টাকা।কিন্তু অনেক সময় জমানো টাকা হিসাব থাকে না সেক্ষেত্রে বেশি ধরে যাকাত দিলে তা হবে?
২.আমার কিছু হাজার টাকা একজনের কাছে জমা রেখেছি এবং বলেছি প্রয়োজনে খরচ করতে পারবেন।তো উনি খরচ করেছেন, এখন ওনার কাছেই ওই টাকা, এখন কি এ টাকার জাকাত আসবে?
৩.আমার স্বর্ণ আছে ৩ বড়ি ৫ রত্তি ৬ পয়েন্ট। যার বাজার মূল্য গত ২/৩ মাস আগে জেনেছি ৩ লক্ষ ১০ হাজার।এবং আমার জমানো আছে আনুমানিক ( বেশি ধরে) ১৫০০০ টাকা।তাহলে আমার কতটাকা জাকাত আসবে? জাকাতের সঠিক হকদার কারা?
৪.শিশু জন্মের পর আকীকার দিন যে চুলের সমপরিমাণ রুপা বা স্বর্ণ দান করা হয় তা তো মিসকিন কে দিতে হয়,মিসকিন কারা?