আমাদের বাসার পাশে একটা কেন্দ্রীয় মসজিদ আছে। ওই মসজিদটির ভবন ৫ তলা। ৪ তলা পর্যন্ত পুরুষদের নামাজের ব্যবস্থা আছে।শুধুমাত্র ৫ তলায় মহিলাদের জন্য তারাবীহের নামাজের ব্যবস্থা করা হয়েছে।মহিলাদের জন্য আলাদা লিফটে উঠা নামার ব্যবস্থা আছে। ওই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে নাকি মাকরুহ হবে?
অনেক সময় ৩ এবং ৪ তলা খালি থাকে তখন নামাজ পড়া কি সহীহ হবে?