আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সা:) রাতের বেলা তের রাক’আত সালাত আদায় করতেন, যার ভিতর আছে বিতর এবং ফজরের দু’ রাক’আত (সুন্নাত)।
সহিহ বুখারী, হাদিস নং:১১৪০
হাদিসের মান: সহিহ হাদিস
১) উাস্তায এই হাদিসের মর্মার্থ বুঝতে পারছিনা, তাহাজ্জুদ শেষে আজানের আগে ফজরের ২রাকাত সুন্নাত আদায় করা যাবে? পরে আজান দিলে ২রাকাত ফরজ আদায় করলাম। এমন কি পারা যাবে?
২) সাধারণত ৪রাকাত ফরজে শেষের ২রাকাতে সুরা মিলাতে হয় না,
তো মাগরিবের ফরজের ৩য় রাকাতে অন্য সুরা না মিলিয়ে পড়তে পারবো?