বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি কারো নিকট ৭.৫ ভড়ি স্বর্ণের চেয়ে কম থাকে, এবং বৎসরের শুরুতে ও শেষে রূপা বা প্রয়োজন অতিরিক্ত কিছু টাকা হাতে থাকে,(১০০ বা ২০০ হোক) এবং সব মিলিয়ে ৫২ ভড়ি রূপার সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর যাকাত ফরয হবে।
বৎসরের শুরুতে কিছু টাকা ছিল,কিন্ত শেষে নাই, বা বৎসের মধ্যখানে ছিল,কিন্তু তারপর আর নাই,এমন হলে তখন কিন্তু স্বর্ণের সাথে মিলিত হবে না এবং যাকাতও ওয়াজিব হবে না। তাছাড়া টাকাটা প্রয়োজন অতিরিক্ত হতে হবে।অর্থাৎ এমন টাকা যা সংসারে বা নিজ প্রয়োজনে খরচ হবে না। বরং এগুলো অতিরিক্ত জমানো টাকা। খরচ হয়ে গেলে বা অচিরেই খরচ হয়ে যাবে, এমন হলে, সেই টাকা কিন্তু প্রয়োজন অতিরিক্ত বলে গণ্য হবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)নিজের খরচের জন্য বা অন্য কাজে খরচের নিয়ত করার পর ঐ টাকা হাতে আসতে দেরি হওয়ায় ঐ টাকার উপর যাকাত দিতে হবে না। কেননা ঐ টাকা তো এখনো আপনার মালিকানায় আসেনি।
(২)কিছু স্বর্ণ এবং কিছু টাকা(যা অন্যজনকে ধার দেওয়া হয়েছে) মোট মিলিয়ে যদি নিসাব পরিমান হয়ে যায়, তাহলে যাকাত দিতে হবে যদি সব মিলিয়ে সাড়ে ৫২ ভড়ি রূপার সমপরিমাণ হয়ে যায়।
(৩)কোন ভেজা কাপড়ের উপর দিয়ে ইদুর চলে গেলে কাপড় নাপাক হবে না, তবে যদি ইদুরের শরীর থেকে দৃশ্যমান কোনো নাপাকি লাগে, তাহলে কাপড় নাপক হয়ে যাবে।