আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
111 views
in পবিত্রতা (Purity) by (21 points)
আস সালামু আলাইকুম।
আমার ৩টি প্রশ্ন।
১. বাড়ির ছাদে শাক সব্জি চাষ করলে কি উশর দিতে হবে?

২. বাড়ির উঠানে চাষ করলে কি উশর দিতে হবে?

৩. টবে গোবর দেয়া হয়েছে। এখন টবের গাছে পানি দেয়ার সময়ে শরীরে যদি পানির ছিটা আসে তাহলে কি শরীর নাপাক হবে?

1 Answer

0 votes
by (59,970 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাব

https://ifatwa.info/90322/ নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে যে,

উশর প্রসঙ্গ: জমিন থেকে যা কিছু উৎপাদিত হয়। চায় একসের হোক, ইমাম আবু-হানিফা রাহ এর মতানুসারে তাতে উশুর অর্থ্যাৎ দশ ভাগের এক ভাগ ফরয হবে। অর্থাৎ দশ ভাগের একভাগ আল্লাহর রাস্তায় দেওয়া ফরয। বৎসরে যতবার-ই ফসল উৎপাদিত তাতে উশুর আসবে। যদি প্রাকৃতিক পানি দিয়ে চাষ করা হয়, তাহলে এ হুকুম।

কিন্তু যদি মেশিনেরর পানি দিয়ে জমি চাষ করা হয় তাহলে নিসফে উশর অর্থ্যাৎ বিশ ভাগের এক ভাগ ফরয হবে।

ﻭَﺁﺗُﻮﺍْ ﺣَﻘَّﻪُ ﻳَﻮْﻡَ ﺣَﺼَﺎﺩِﻩ

এবং হক্ব আদায় কর ফসল কর্তনের সময়। সূরা, আন'আম-১৪১।

হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাঃ থেকে বর্ণিত,

ﺍﻟﺒﺨﺎﺭﻱ ( 1483 ) ﻋﻦ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺑﻦ ﻋﻤﺮ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤﺎ ﻋَﻦْ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ : ( ﻓِﻴﻤَﺎ ﺳَﻘَﺖْ ﺍﻟﺴَّﻤَﺎﺀُ ﻭَﺍﻟْﻌُﻴُﻮﻥُ ﺃَﻭْ ﻛَﺎﻥَ ﻋَﺜَﺮِﻳًّﺎ ﺍﻟْﻌُﺸْﺮُ ، ﻭَﻣَﺎ ﺳُﻘِﻲَ ﺑِﺎﻟﻨَّﻀْﺢِ ﻧِﺼْﻒُ ﺍﻟْﻌُﺸْﺮ

নবীজী সাঃ বলেনঃ যে জমি আকাশের পানি অথবা ঝরনার পানি দ্বারা উৎপাদিত হয় অথবা পানির লেয়ার যুক্ত জমিনে মাঠির নিচের পানি দ্বারা উৎপাদিত হয়। তাতে উশর (১০%) ওয়াজিব হবে। এবং যে জমি  সিঞ্চিত পানি  দ্বারা উৎপাদিত হবে, তাতে নিসফ উশর (২০%) ওয়াজিব হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6219


ওশর ফরয হওয়ার শর্তসমূহ:

ওশর যাকাতের মত একটি আর্থিক ইবাদত, যা ফরয হওয়ার জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো।

ইমাম আলাউদ্দীন কাসানী রাহ. ওশর ফরয হওয়ার জন্য জমি ও জমির মালিক উভয়ের সম্পর্কিত শর্তগুলো এভাবে উল্লেখ করেছেন-

أما شرط الأهلية فنوعان. أحدهما: الإسلام... والثاني: العلم بكونه مفروضا.

وأما شرائط المحلية فأنواع. منها أن: تكون الأرض عشرية، فإن كانت خراجية يجب فيها الخرا ولا ج،

يجب في الخارج منها العشر. ومنها من أي شرائط المحلية: وجود الخارج أن حتى الأرض لم لو تخرج لم شيئا يجب العشر.

ومنها أن: يكون الخارج من الأرض مما يقصد بزراعته نماء الأرض وتستغل الأرض به عادة. ع فلا شر في الحطب والحشيش.

জমির মালিক সংক্রান্ত শর্ত দু’টি হলো-

১. মুসলমান হওয়া। (কেননা ওশর এক ধরনের ইবাদত। আর কাফের ইবাদতের যোগ্য নয়।)

২. ওশর ফরয হওয়া সম্পর্কে জানা থাকা। অর্থাৎ ওশর আদায়কারীর এ কথা জানা থাকা যে, তার শস্যের উপর ওশর আদায় করা ওয়াজিব।


আর জমি সংক্রান্ত শর্তগুলো হলো-

১. জমি ওশরী হতে হবে। খারাজী জমির উপর ওশর ওয়াজিব হয় না।

২. ফসল উৎপাদন হওয়া। সুতরাং যদি কোনো কারণে ফসল উৎপাদন না হয়, তাহলে ওশর ওয়াজিব হবে না।

৩. উৎপাদিত সম্পদ এমন হতে হবে, যা জমির ফসল হিসেবে চাষ করা হয়। সুতরাং জমিতে যেসব আগাছা, ঘাস, খড় ইত্যাদি জন্মে তাতে ওশর ওয়াজিব হয় না। (বাদায়েউস সানায়ে: ২/১৭১-১৭৮, মাকতাবায়ে যাকারিয়া, দেওবন্দ)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!


১-২. না, প্রশ্নোক্ত ক্ষেত্রে উশর দিতে হবে না। কারণ, শাক-সবজিতে উশর দিতে হয় না।

৩. জ্বী হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে পানি গোবরে লেগে তা ছুটে এসে শরীরে লাগলে তা নাপাক হয়ে যাবে। কারণ, নাপাকি থেকে ছুটে আসা পানিও নাপাক। তাই টবে পানি দেওয়ার সময় একটু সাবধানে দেওয়া চায়। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...