আসসালামুয়াাইকুম মুফতী ইমাদুল হুজুর,
আমি সাদ্দাম ( ভারত) । আপনার দয়ালু মন ও মানবিকতার কাছে কৃতজ্ঞ থাকবো সারাজীবন। যে আমার মত মানুষ কে যে ভাবে আপনি সাহায্য করেছেন তা একমাত্র একমাত্র আপনার মত দীনদার মানুষের পক্ষে সম্ভব।
প্রিয় আমার শায়েখ আমাকে শেষ একটিবার জবাব দিয়ে সাহায্য করেন । আমি কৃতজ্ঞ থাকবো।
কিছুদিন আগে একটা প্রশ্ন করা হয়েছিল নিচের এই দুটি বাক্য বিয়ের আগের বাক্য কিন্তু আমি জানতে চেয়েছিলাম বাক্য টা শর্ত তালাকের বাক্য কিনা সেই জন্য "বিয়ের পূর্বে" উক্ত কথাটা বাক্যটির আগে যোগ করা হয়নি জাস্ট নরমালি বাক্য টা লিখে জানতে চেয়েছিলাম ( কিন্তু বিয়ের আগের ঘটনা) বাক্যটা নিচে দিলাম:-
"অমুক কাজ করলে ডিভোর্স খাবা "
" অমুক কাজ করলে ডিভোর্স খাবে"
বিয়ের পর এমন কোনো বাক্য বলিনি।
১. যেহেতু *বিয়ের পূর্বে *কথাটা যুক্ত করে বাক্য টা লিখিনি তাই এখন মনে না না রকমের ভাবনা হয় এই বাক্য কে নিয়ে (এখন আমি বিবাহিত) এর জন্য কি এখনকার বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা বা সর্ত তালাক হবে? আসলে এটা বিয়ের আগের ঘটনা।
প্রশ্নটা করা হয়েছিল তার লিঙ্ক:
*
https://ifatwa.info/84061/
*
https://ifatwa.info/84079/
২. শায়েখ বিয়ের অনেক দিন আগের ঘটনা যখন , আমি এই বাক্য বলেছি কিনা , সঠিক মনে পড়ছে না । আর বাক্য টা এমনি যদি বলা হয়ে থাকে মনে হয় বিয়ে কে নিসবত করেই বলা হয়েছে কারণ বাক্যের ধরন ও আমার আগেও ভাবনা একই ছিল। বেশির ভাগ মনে হচ্ছে বলেছি, দিয়ে মনে পড়ছেনা কোন কাজ করলে এমন বাক্য বলেছি সেইটা মনে পড়ছেনা তিন চার টা কাজ এর কথা মনে হচ্চে। কয়েক দিন থেকে পার্টিকুলার একটা কাজকে মনে হচ্ছে আবার মনে হচ্ছে আসলে কি বাক্য বলেছি টা নিয়ে কনফ্রম হলেও ভাবতে গেলে সন্দেহ হচ্ছে। আসলে একদিন অনেক পুরনো কথা মনে করতে করতে এই বাক্যটা মনে মনে উদ্ভব হয় জানিনা কিভাবে উদ্ভব হলো অনেক কথা ভাবতে ভাবতে এমন ভাবনার সৃষ্টি হলো। তখন থেকে মনে হয় হয়ত এইটা বলেছি অমুক ঘরে শুয়ে শুয়ে । কিন্তু ভয় এ মন এ মানতে চাইছে না। মনে হচ্ছে ভবিষ্যৎ সূচক বাক্য বলেছি। আসলে আমি অনেক কথাই ভবিষ্যৎ সূচক বাক্যে বলেছি । আর এই বিষয় টা আমি ঠিক কি করবো বুঝতে পারছিনা। কখনো মনে হচ্ছে বলেছি কখনো মনে হচ্ছে না হয়ত বলিনি। আর বললে নির্দিষ্ট ভাবে স্পষ্ট ভেবে মনে পড়ছেনা। কিছুটা স্মৃতি চরণ কল্পনা ও বিশ্বাস করে মনে হচ্ছে কিন্তু নির্দিষ্ট ভাবে কনফ্রম হয়ে পারছিনা।
বাক্যটা যদি বলা হয়েথাকে মাঝে মাঝে সিওর হলেও বেশি যখনই ভাবছি তখনই একটু সন্দেহের সৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় আমি কি করবো আমাকে খুব পেরেশানিতে ফেলেছে। মনে হচ্ছে বলেছি কিন্তু নিজেকে বিশ্বাস এর সাতে মানিয়ে নিতে ভয় হচ্ছে। ও দ্বিধা হচ্ছে আবার মনে হচ্ছে বলেছি। মনে মনে এমন হচ্ছে ইচ্ছাকৃত ভাবে সন্দেহ করছি , নিজেকে গুনহাগার মনে হচ্ছে।
আমাকে চিন্তা মুক্ত করুন শায়েখ।
এক্ষেত্রে কি শর্ত তালাক হবে??