আসসালামু আলায়কুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
উস্তায, ১/ একজন দীর্ঘদিন অসুস্থতায় ভুগছে। চিকিৎসায় অনেক টাকা প্রয়োজন। অনেকেই উনার জন্য ফান্ড কালেক্ট করছে, চেষ্টা চালায় যাচ্ছে। নানা কারনে উনি পাবলিক ফান্ড নেয়া বন্ধ করে চিকিৎসার বাকি টাকা নিজেদের জমি বিক্রি করে ব্যবস্থা করছেন। কেউ চাইলে উনাকে স্বেচ্ছায় ব্যক্তিগত ভাবে সাহায্য করতে পারেন বলেছেন। এখন এরুপ ক্ষেত্রে যেহেতু তিনি জায়গা জমি বিক্রি করে চিকিৎসা ব্যবস্থা করতে পারছেন তাকে যাকাতের অর্থ কি দেয়া যাবে?
২/ বিয়ে উপলক্ষ্যে একজন হেল্প চাচ্ছেন মেয়ে বিয়ে দিতে, উনারা আবার মেয়ের বিয়ে দিতে পাত্র পক্ষর চাহিদা মেটাচ্ছেন জিনিস প্ত্র দিয়ে এরুপ ব্যক্তিকে সাহায্য করার বিধান কি? যাকাতের অর্থ কি দেয়া যাবে?