*اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ اللَّهِ وَ بَرَكَا*
আমার প্রতি মাসেই একই রকম হয় ৩ দিনেই পিরিয়ডের রক্ত বন্ধ হয়ে যায় । আমি ৫ ম দিন থেকে নামায শুরু করি।
আজকে ৬ তম দিনে আমি টিস্যুতে হলুদ বর্নের স্রাব দেখতে পায়।অন্য মাসে ও ৬ তম দিনে আমি লালচে রক্ত দেখতে পায়।এভাবে প্রতিমাসে আমি ৬ তম দিনে গিয়ে লালচে রক্ত দেখি।এখন আমার কথা হচ্ছে সামনের মাসে তো রোজা পড়বে।
আমি প্রতি মাসেই কি ৬ তম দিন পর্যন্ত অপেক্ষা করে ফরজ গোসল করলে কি আমার গুনাহ হবে?
নাকি প্র‍তি মাসে এই ৩ দিন পরে একবার গোসল করে নানায আবার ৫ ম তম দিনে গিয়ে আবার গোসল করে নামায আবার ৬ তম দিনে ব্লাড।এইভাবে আমার প্রচন্ড হতাশ লাগছে।
তাই উস্তায আপনি বলুন ৬ দিন পর্যন্ত অপেক্ষা করে ৭ তম দিনে নামায শুরু করলে কি আমার গুনাহ হবে?
আমি প্রতিমাসেই এমন করতে চায় এখন থেকে।