আসসালামু আলাইকুম।
আমি আমার বাবার এক মাত্র মেয়ে ও আমার বড় দুইজন ভাই আছে আগে তারা আমাকে অনেক আদর করতো। কিন্তু বিয়ের পর তারা পরিবর্তন হয়ে যায়। আমারো বিয়ে হয়ে যায় সংসার নিয়ে থাকি। আমার ভাই কখনো নিজ ইচ্ছায় আমার বাসায় আসে না আমার একটা মেয়ে আছে তাকে দেখতেও আসে না কখনো কল দিয়ে খোজ খবর ও নেয় না আমার। ভাবি আগে মাঝে মাঝে আমাকে কল দিতো আমিও দিতাম কিন্তু ওনার বাচ্চা হওয়ার পর থেকে উনি টোটালি আর কল দেয় না আমাকে। সে আশা করে আমি শুধু কল দিয়ে ভাতিজির খোজ নিবো। আমিই কল দেই, কিন্তু কিছুদিন আগে আমার মনে অনেক কষ্ট আসে তাদের এসব ব্যাবহারে, তাই আমি কল দেওয়া বন্ধ করে দেই। এক মাস পার হয়ে গেলেও তারা দুজনের কেউই আমাকে কল করে নি। তাই আমিই আবার কল করে কথা বলি। তাদের বাসায় আমাকে যেতেও বলে না তারা চায় ভাতিজি কে আমি দেখতে যাবো এখানে ওদের বলা লাগবে কেন যেতে, কিন্তু আমার হাসব্যান্ড নিয়ে কি এভাবে না বলা ছাড়া যাওয়া উচিত হবে? আমার মেয়ে কয়েকদিন আগে অনেক অসুস্থ থাকে কিন্তু তারা কেউ কল দিয়ে খোজ নেয় নি। এসব ভেবে আমি অনেক কান্না করি, আমি চাই না আমার ভাই এভাবে সম্পর্ক নষ্ট করুক। ভাইদের কি বোন্দের উপর কোনো দায়িত্ব থাকে না বোনের বিয়ের পর? বোনের খোজ খবর ভাগ্নির খোজ খবর নেওয়া এসব? আমি কিভাবে বুঝাবো তাকে যে সে যা করছে তা ঠিক করছে না, আর আমি ই বা কি করব? তারা কল না দিলেও কি আমি এভাবেই কল দিয়ে খোজ নিবো? কল না দিলে তখন আবার বলে যে কল দেই না এই সেই। আমি অনেক ডিপ্রেশনে থাকি এসবের জন্য। আমার বাবা সরকারি রিটার্ন কর ১৫ লাখ টাকা পায় আমাকে সেখান থেকে দেড় লাখ টাকা দেয় বাবা। কিন্তু আমার ভাই বলেছিলো এক লাখ দিতে। এ জন্য এখন আমার সাথে টোটালি যোগাযোগ অফ করে দিছে। আমার কি এ টাকাটা নেওয়া ঠিক হয় নি? এটা কি আমি ফেরত দিবো?