আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমার পরিচিত এক বিধবা ব্যাংকে (GIB) জমাকৃত (জমি বিক্রির, নিজের এবং মেয়েদের হকের) টাকার উপর প্রাপ্ত মাসিক ইন্টারেস্ট দিয়ে সংসার চালান। উনার ছেলে মা ও অবিবাহিত বোনের দায়িত্ব ছেড়ে নেওয়ার পর থেকে এভাবেই চলছেন, এর পর থেকেই সম্ভবত যাকাত-কুরবানি দেন। আমার জানামতে, টাকাটা সুদ এবং এটা নিজেরা খাওয়া উচিত হবে না।
কিন্তু, যেহেতু ওনার অন্য কোনো উপার্জনের সোর্স নাই ছেলেও দেখে না, এক্ষেত্রে ওনার জন্য এটা জায়েজ হবে কিনা বা জায়েজ না হলে ওনার কী করণীয়??