জেনারেল লাইনের ইন্টারের ইসলাম ইতিহাস নামক বইয়ে হযরত মুয়াবিয়া(র)কে অনেক বিদ্বেষমূলক এবং কটাক্ষ টাইপের কথা আছে,বিশেষ করে ইসলাম ইতিহাস ১ম পত্রের ৩য় অধ্যায়ে উমাইয়া খিলাফত নামক অধ্যায়ে। আমি পরীক্ষার্থী,পাসের জন্যও এই অধ্যায় থেকে প্রশ্ন লিখতে হয়,আমি খাতায় যদি এই বিষয়ে লিখে আসি আমার কি ইমান থাকবে? যেমন নবিজি স. ছিলেন গণতন্ত্রমণা। মুয়াবিয়া(র) রাজতন্ত্র চালু করেন,যার মধ্য দিয়ে খুলাফায়ে রশেদীনের ইসলামি গণতন্ত্রের অবসান ঘটে।