আমি বলেছি যে আমার খালুর ইনকাম হারাম। এর আগে আমার খালা আমার হলে আসে,প্রায় ২-৩ বেলার খাবার, আর ৩-৪ দিন চলার মতো ফলফলাদি নিয়ে আসছে।
আজকে আবার আসতেছে। তিনি আমার জন্য সবসময় বেশি কিছুই নিয়ে আসে। এমূহুর্তে কোনো গরীব মানুষ পাওয়া যাবে না আশেপাশে। আজ শুক্রবার। আর আমার হল এরিয়ার আশেপাশেও এমন মানুষ নাই।
প্রায় ৫০০-১০০০ টাকার মধ্যে হিসাব হয়ে গেছিল গতবারের আনা খাবারদাবারের।
আজকের খাবার-দাবারের আমি কী করব আবার? একটা কাজ কি করতে পারি?
যে পরিমাণ খাবার আনতেছে তার মূল্য হিসাব করে আগে সেই সম্পূর্ণ টাকাটা গরীবদের দান করে দিলাম সওয়াবের নিয়ত ছাড়া,তারপর খাবারটা খেলাম? (এক্ষেত্রে অনলাইনে বিশ্বস্ত সোর্সে দান করতে পারব যারা যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে মজলুম মুসলিম দের টাকা পাঠাবে। অথবা কোনো ইফতার প্রজেক্টে অনলাইনে টামা দিতে পারব)
এতো খাবার আনে যে একা খেয়েও একদিনে শেষ করা যায় না। আমি যে উপায়টা বললাম সেটা সহীহ হয় কিনা জানাবেন প্লিজ?
আপডেট :
আজকে যত খাবার আনছে,১০০০/ টাকার কাছাকাছি ই হবে। হিসাব করব কীভাবে জানি না। প্লিজ উপায় বলবেন
২। আমি ঠিক করছিলাম খালা যদি আমার সামনেই কিছু খেতে বলে,তাহলে বলব রোযা আছি,মনে মক্নে রোযাএ নিয়ত করে ফেলব
পরে খালার সামনে বসে আমি রোযার নিয়ত করছি যে আজকে রোযা রাখছি
কিন্তু খালা তখন আমাকে কিছু খেতে বলেনি,
এখন আমাকে কি রোযা রাখতে হবে? যদি কিছু খেয়ে ফেলি এখন,তাহলে কি রোযার কাযা তুলতে হবে?