আসসালামু আলাইকুম, জনাব
রুকইয়া সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। ১.রুকইয়া করালে কি ওইসব ৭০ হাজার জান্নাতী যারা বিনা হিসেবে জান্নাতি হবে তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না?
২.এখনকার যুগে অনেক লেবাসধারী রাকী আছে যারা জুব্বা পড়ে কুফুরি করে তাদের চিনার উপায় কি?দেখা গেছে তারা মাদ্রাসার পরিচালক হয়ে বসে আছে ও নিজেকে আল্লাহওয়ালা দাবী করে।
৩. ২ নং এ উল্লেখিত ভন্ডদের ফাঁদে কেউ অজ্ঞতা বশত পা দিয়ে কুফুরি তে জড়িয়ে পড়লে পরে সহীহ বুঝ আসার পর অনুতপ্ত হয়ে তওবা করলে ও এরুপ কাজ হতে বিরত হলে তার কুফুরি করার পাপ মুছবে কি?
৪.অনেক নামকরা রাকী রুকইয়া করাতে গেলে বাবা মায়ের নাম চান।আমার জানা মতে ইসলামিক রুকইয়া করাতে এই সব নাম লাগেনা, এইসব লাগে জ্বীনের মাধ্যমে কুফুরির ক্ষেত্রে। আমার ধারণা কি সঠিক?
৫.ঢাকায় অবস্থানকারী কোনো ভালো কুরআন ও সুন্নাহভিত্তিক রাকীর সন্ধান দিতে পারবেন কি?দিলে মুশকিল আসান হবে।বার বার ধোকা খেয়ে কাকে যে বিশ্বাস করবো বুঝতে পারছি না।সবই যেন খোলসের আড়ালে বিষধর সাপ।
জাযাকিল্লাহ খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।