ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) পাইলসের জন্য তাবিজ ব্যবহার বা ঔষধ গ্রহণ যেকোনো একটিকে গ্রহণ করতে পারবেন। ঔষধ গ্রহণ করে পাশাপাশি ঈমান আকিদা ঠিক রেখে বৈধ কালাম দ্বারা তাবিজও ব্যবহার করতে পারবেন।
(২) বাচ্চাদের কোলে নিয়ে মোবাইল টিপলে অবশ্যই তাদের ক্ষতি হবে।এমনটাই বিজ্ঞজনরা বলে থাকেন।
(৩) নাপাক বা পেশাবযুক্ত কাপড়কে তিনবার না ধুয়ে একবার পানি দিয়ে ধৌত করলে পবিত্র হবে না। সবক'টি কাপড়কে একসাথে বা একটা একটা করে ধৌত করা যেতে পারে।
(৪) জরুরতে বাতরুমের দরজা খুলে কাজ করা যাবে। তবে বিনা প্রয়োজনে বাথরুমের দরজা খুলা না রাখাই উচিৎ।
(৫) ৪ মাসের বাচ্চা কথা বললে হাসে, কথা বলতে যেয়ে কোনো প্রকার অনর্থক কথা বলা যাবে না।