ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)স্ত্রী যদি স্বামীর সঙ্গে অভিমান করে বলে যেদিকে চোখ যায় চলে যাবো,এবং স্ত্রীর তালাকের অধিকার থাকে, তাহলে এ কথা বলার কারণে স্ত্রীর নিজের উপর তালাক পতিত হবে না।
(২) "স্ত্রীর মা বললেন তুই কী আর ওই সংসারে যাবি না? তখন স্ত্রী বললো 'না যাবো না' তারপর স্ত্রীর মা বলেন তাহলে কী সারাজীবন একা থাকবি? তখন স্ত্রী বললো অনেকেই তো দ্বিতীয় বিয়ে করে আমি আরেকটা বিয়ে করবো।"
এসব কথার দ্বারা স্ত্রীর নিজের উপর তালাক হবে না।
দয়াকরে এই কোর্সটি করে নিবেন।